চ্যাপম্যানের ঝড়ো সেঞ্চুরিতে সিরিজ হার ঠেকাল কিউইরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩, ১৫:৫৫
অ- অ+

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মার্ক চ্যাপম্যানের ঝড়ো সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ হার ঠেকাল নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় কিউইরা।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে নাটকীয় জয় পায় কিউইরা। চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচে জয়ের দরকার ছিল বাবরদের। অন্যদিকে সিরিজ হার ঠেকাতে জয়ের দরকার চিল কিউইদের।

শুরুতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ১৯ রান করে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ হারিস ও সাইম আইয়ুব শূন্য হাতে ফিরলে ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর চতুর্থ উইকেটে ৪৬ বলে ৭১ রানের জুটি গড়েন রিজওয়ান ও ইফতিখার। ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করা ইফতিখারকে আউট করে জুটি ভাঙ্গেন টিকনার। পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন রিজওয়ান ও ইমাদ ওয়াসিম। তাতেই বড় সংগ্রহ পায় পাকিস্তান।

৬২ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৯৮ রান করেন রিজওয়ান। ৫টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ৩১ রান করেন ইমাদ।

রান তাড়া করতে নেমে ৭৩ রানেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ ৬১ বলে দরকার ছিল ১২১ রানের। নিশামকে নিয়ে পাকিস্তানের বোলারদের শাসন করতে থাকেন চ্যাপম্যান। যা অনায়াসে তুলে ফেলেন এই দুই ব্যাটার।

১১টি চার ও ৪টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করেন চাপম্যান। ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন নিশাম।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা