জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল আইরিশরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩, ১৭:৫৬

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল আয়ারল্যান্ড ক্রিকেট দল। পল স্টার্লিং ও কুর্তিস ক্যাম্ফেরের সেঞ্চুরিতে রীতিমতো রানের পাহাড় গড়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলায় সবকটি উইকেট হারিয়ে ৪৯২ রান তুলল আইরিশরা। এদিকে শেষ বিকেলে বিনা উইকেটে ৮১ রান তুলেছে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৩১৯ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লরকান টাকার ও কুর্তিস ক্যাম্ফের। দিনের শুরুতেই ফেরেন টাকার। আউট হওয়ার আগে ব্যাট হাতে করেছেন ৮০ রান। ১০৬ বলে খেলা ইনিংসটি ১০টি চারে সাজানো।

এরপর আগের দিনে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া পল স্টার্লি নেমে নিজের শতক পূর্ণ করেন। তবে শতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। আউট হন ১০৩ রানে। ১৮১ বলে খেলা তার এই ইনিংসটি নয়টি চার ও চারটি ছয়ে সাজানো।

আর সপ্তম উইকেট জুটিতে অ্যান্ডি ম্যাকব্রিনকে নিয়ে দলীয় স্কোরটা আরও বড় করতে থাকেন কুর্তিস ক্যাম্ফের। ৫৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ম্যাকব্রিন। এদিকে ফিফটির পর সেঞ্চুরিও তুলে নেন ক্যাম্ফের। তার ইনিংস থামে ১১১ রানে। ২২৯ বলে খেলা তার এই ইনিংসটি ১৫টি চার ও দুটি ছয়ে সাজানো।

শ্রীলঙ্কার পক্ষে একাই পাঁচটি উইকেট তুলে নেন প্রবাথ জয়াসুরিয়া। এছাড়া দুটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো। আর রমেশ মেন্ডিস নেন একটি উইকেট।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মধুস্কা। দ্বিতীয় দিন শেষে দুই ওপেনার মিলে তুলেছেন ৮১ রান। ৬৪ বলে ৪১ রানে মধুস্কা ও ৪৫ বলে ৩৯ রানে করুনারত্নে অপরাজিত রয়েছেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :