সাতক্ষীরায় ২ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদকপাচারকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১৫:৫৫
অ- অ+

সাতক্ষীরায় ২ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ১২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্ত থেকে ৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় এলএসডিসহ পাচারকারী ইছাহাক আলীকে (৪২) আটক করে ৩৩ বিজিবি সদস্যরা। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।

আটক পাচারকারী ইছাহাক আলী কেড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিকায় লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে কেড়াগাছি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় পাচারকারীকে আটক করে। আনুমানিক মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।

এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৩৩।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা