এদেশে শাকিবের কাছে শাহরুখ কিছুই না: ঝন্টু

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:৪৭

'আমাদের দেশের শাকিব খানের সঙ্গে শাহরুখ খান মাইনাস। আমাদের দেশের দর্শকের কাছে শাহরুখ ১ পেলে শাকিব পাবে ৯৯।'

বৃহস্পতিবার রাতে রাজধানীর পান্থপথের বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমাটি দেখা শেষে সাংবাদিকদের এমনটাই বললেন বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

ঈদে দেশের ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে ৫ মে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের 'পাঠান' সিনেমাট মুক্তি পাবে। এই মুহূর্তে এদেশে 'পাঠান' মুক্তি পেলে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যবসায়িক লোকসান হবে কিনা?

উত্তরে ঝন্টু বলেন, 'বলিউডের সিনেমা এই দেশের গ্রাম-বাংলার মানুষ সাধারণ মানুষ এসব সিনেমা দেখবে না। তারা শাহরুখ খানকে চিনে না।'

ঝন্টু বলেন, 'মানুষের রুচির অনেক পরিবর্তন হয়েছে। আজকাল কার ছেলেমেয়েরা অনেক বেশি বুঝে। আমরা ছোটবেলার সিনেমা দেখে যা বুঝতাম এখনকার জেনারেশন তার থেকে ভালো বুঝে। এজন্য এখন তাদের রুচি অনুযায়ী কনটেন্ট বানানো উচিত।'

'লিডার, আমি বাংলাদেশ' প্রসঙ্গে ঝন্টু বলেন, 'শাকিবকে এতদিন দর্শক যে ধরনের সিনেমায় দেখে এসেছে সেই সিনেমা এটা নয়। সেগুলো থেকে এই সিনেমা ভিন্ন। সুন্দর রুচির একটি সিনেমা এটি।'

এবারের ঈদে দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। এর মধ্যে ১০০ সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমাটি। তপু খান পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করেছেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :