ঝিনাইদহে অস্ত্র মামলায় তিনজনের ২৪ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে অস্ত্র মামলায় তিনজনের ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কোটচাঁদপুর উপজেলার রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক।
জজ আদালতের পিপি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র্যাব গোপন সংবাদে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভালবার, ৪০ রাউন্ড গুলি ৫টি দেশীয় অস্ত্র একসেট পুলিশের পোশাক ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। সেসময় র্যাব আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাব কোটচাঁদপুর থানায় একটি মামলা করে।
এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণেরভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড দেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন