সৌদির ই-ভিসা চালু, যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৩, ১৯:৪৯
অ- অ+

সৌদি আরবে গমনেচ্ছুদের ভ্রমণ সহজ করতে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে দেশটি। আজ (১ মে) থেকে কার্যকর হয়। ই-ভিসা ব্যবস্থা বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার দুপুরে ঢাকাস্থ সৌদি দূতাবাসে ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদিতে যেতে পারবেন। এখন থেকে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।

রাষ্ট্রদূত জানান, এর আগে বাংলাদেশের নাগরিকদের শুধুমাত্র ওমরাহ করার জন্য ই-ভিসা চালু ছিল। এখন থেকে সব ধরনের ভিসা হবে ই-ভিসা।

যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা:

এদিন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ভিসা স্টিকার খরচ সাপেক্ষ ও ভুল হওয়ার আশঙ্কা থাকে। ই-ভিসায় সেই সমস্যা হবে না। এছাড়া এখন থেকে এ-ফোর সাইজের পেপারে ভিসা প্রিন্ট হবে। এতে বারকোডেও সব তথ্য জমা থাকবে।

নতুন এ ব্যবস্থার ফলে বাংলাদেশের শ্রমিক ও চাকরিদাতা এবং মেডিকেল সেন্টারসহ অন্য সবাই উপকৃত হবেন।

এছাড়াও ভিসা স্টিকারে আগে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকতো, এখন ই-ভিসায় আরবি ও ইংরেজিতে তথ্য থাকবে। এর ফলে বাংলাদেশিরা ভিসার মেয়াদ বা কী ধরণের ভিসা এসব সহজে বুঝতে পারবেন। এর ফলে দালালদের প্রতারণা কমার পাশাপাশি তাদের দৌরাত্ম্যও কমবে।

(ঢাকাটাইমস/০১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা