সৌদির ই-ভিসা চালু, যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৩, ১৯:৪৯
অ- অ+

সৌদি আরবে গমনেচ্ছুদের ভ্রমণ সহজ করতে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে দেশটি। আজ (১ মে) থেকে কার্যকর হয়। ই-ভিসা ব্যবস্থা বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সোমবার দুপুরে ঢাকাস্থ সৌদি দূতাবাসে ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদিতে যেতে পারবেন। এখন থেকে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।

রাষ্ট্রদূত জানান, এর আগে বাংলাদেশের নাগরিকদের শুধুমাত্র ওমরাহ করার জন্য ই-ভিসা চালু ছিল। এখন থেকে সব ধরনের ভিসা হবে ই-ভিসা।

যেসব সুবিধা পাবেন বাংলাদেশিরা:

এদিন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ভিসা স্টিকার খরচ সাপেক্ষ ও ভুল হওয়ার আশঙ্কা থাকে। ই-ভিসায় সেই সমস্যা হবে না। এছাড়া এখন থেকে এ-ফোর সাইজের পেপারে ভিসা প্রিন্ট হবে। এতে বারকোডেও সব তথ্য জমা থাকবে।

নতুন এ ব্যবস্থার ফলে বাংলাদেশের শ্রমিক ও চাকরিদাতা এবং মেডিকেল সেন্টারসহ অন্য সবাই উপকৃত হবেন।

এছাড়াও ভিসা স্টিকারে আগে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকতো, এখন ই-ভিসায় আরবি ও ইংরেজিতে তথ্য থাকবে। এর ফলে বাংলাদেশিরা ভিসার মেয়াদ বা কী ধরণের ভিসা এসব সহজে বুঝতে পারবেন। এর ফলে দালালদের প্রতারণা কমার পাশাপাশি তাদের দৌরাত্ম্যও কমবে।

(ঢাকাটাইমস/০১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা