ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাকায় নারীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে রাফেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফেজা খাতুন উপজেলার বাগদির আইট গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাফেজা খাতুন পায়ে হেঁটে বাগদির আইট হতে মেয়ের বাড়ি কোলা গ্রামে যাচ্ছিলেন। এসময় সামন্তা বাজারের বটতলায় সড়কে একটি বালিভর্তি ট্রাক দ্রুতগতিতে ব্যাক করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে।
(ঢাকাটাইমস/০২মে/এসএ)

মন্তব্য করুন