জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১৫:০৩
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় থাকতেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন।

বৃদ্ধ ওই নারী কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় ধানুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ভুট্টা ক্ষেতের পাশে পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বৃদ্ধ নারীর মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন।

(ঢাকাটাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা