আঙ্গুরের নামে ‘মনাক্কা’ ফল বিক্রি করায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৩, ১৫:০৭
অ- অ+

চাঁদপুরে আঙ্গুর বলে ভারত থেকে আমদানি করা ‘মনাক্কা’ ফল বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া বিক্রি করা মুরগির চামড়া তুলে দেওয়ার জন্য ১০ টাকা করে নেওয়ায় ব্যবসায়ীদের সর্তক করা হয়।

সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের পাল বাজার ও ছায়াবানী রোডস্থ ফল মার্কেটে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন।

অভিযানে আঙ্গুর ফল বলে কম দামের ‘মনাক্কা’ ফল বিক্রির দায়ে পাল বাজারের ফল বিতানকে ৫ হাজার টাকা, মতিউরের ফলের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা, ছায়াবানী মোড়ের রেললাইন সংলগ্ন মামুন ফ্রুটসকে ৫ হাজার টাকা এবং পাশ্ববর্তী মান্নান ফল বিতানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকাসহ মোট ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে সহকারি পরিচালক নুর হোসেন রুবেল জানান, অভিযানে আঙ্গুর বলে ‘মনাক্কা’ ফল বেশি দামে বিক্রি করে প্রতারণা করায় এবং মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

তিনি আরও জানান, পাল বাজারে মুরগি ব্যবসায়ীরা হাত দিয়ে মুরগির চামড়া তোলার জন্য ১০ টাকা করে নিচ্ছেন, যা অযৌক্তিক, ভোক্তার সঙ্গে স্পষ্ট জুলুম। এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন। আজ এ বিষয়ে অভিযান চালানো হয়েছে এবং মুরগি ব্যবসায়ীরা কথা দিয়েছেন, আজকের পর থেকে এই অযৌক্তিক ১০ টাকা আর নেবেন না।

(ঢাকাটাইমস/০৯মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা আব্দুল জব্বার
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিকার 
বোয়ালমারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা