সিলেটে কাচ্চি ডাইনকে লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ২২:১৮
অ- অ+

স্বাস্থ্য সম্মতভাবে মাংস সংরক্ষণ না করায় সিলেটের দক্ষিণ সুরমার কাচ্চি ডাইনকে রেস্টুরেন্টকে এক লাখ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত কাচ্চি ডাইনে রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়কে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

এসময় তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত বিভিন্ন ধরনের মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে আগামীতে এ ধরনের অপরাধ না করতে সতর্ক করা হয়।

সিলেটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দেবানন্দ সিনহা।

অভিযানের সময় সিলেটের খাবার ও রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা, নিরাপদ খাদ্য কতৃপক্ষ, পুলিশসহ প্রশাসনের কমকতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা