প্রেমিক বিদেশে: বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২৩, ০৮:২৬

দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন মো. আজাদ মৃধা (২২) নামে এক যুবক। বিয়ের দাবিতে তার বাড়িতে ১৫ বছর বয়সী এক কিশোরী অবস্থান নিয়েছে। তার দাবি আজাদের সঙ্গে তার ৩ বছরের প্রেমের সম্পর্ক। বর্তমানে তাদের প্রেমের সম্পর্কে ভাটা পড়ায় তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন।

এ ঘটনা ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামে।

প্রেমিক আজাদ দরগা গট্টি গ্রামের আইয়ুব মৃধার ছেলে। আর প্রেমিকার বাড়ি পার্শ্ববর্তী সিংহপ্রতাপ গ্রামে।

শুক্রবার দুপুর ১২টা থেকে ওয়ি কিশোরী বিয়ের দাবিতে আজাদের বাড়িতে অবস্থান নেয়। সর্বশেষ রাত ১০টা পর্যন্ত ওই বাড়িতেই অবস্থান করছে এমন তথ্য জানা গেছে।

কিশোরী অভিযোগ করে বলেন, রং নাম্বারে আজাদের সঙ্গে আমার পরিচয় হয়। প্রথমে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মাঝে মধ্যেই দেখা করি। একপর্যায় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। এতে আমার পেটে বাচ্চা আসে। বিষয়টি আজাদকে জানালে তিনি বাচ্চা নষ্ট করে দেওয়ার পরামর্শ দেন। তার কথা মতো বাচ্চা নষ্ট করে দেই। যা উভয় পরিবারই জানতো।

তিনি বলেন, আজাদ গত দেড় বছর আগে আরব আমিরাতে চলে যায়। তিনি বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত চার মাস ধরে আজাদ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাই আজকে বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি আজাদের বাড়িতে অবস্থান নিয়েছি।

তবে আজাদের বাবা মো. আইয়ুব মৃধা বলেন, আমার ছেলে দেশের বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায়নি। ওই মেয়ে আমার বাড়িতে আসার পর আমি আমার ছেলের সঙ্গে ফোনে কথা বলেছি। আমার ছেলে জানিয়েছে ওই মেয়ের সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন: মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনির মোল্লা বলেন, বিয়ে দাবিতে একটি মেয়ে আজাদের ছেলের বাড়িতে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি। তবে ছেলেটা বিদেশে থাকে।

(ঢাকাটাইমস/১৩মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সরিষাবাড়িতে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :