বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শেরপুরে টিভি থেকে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সময় খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খানপুর ইউনিয়নের ভিমজানি স্কুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই এলাকার রানা মাহমুদের স্ত্রী।
নিহতের স্বামী রানা মাহমুদ জানান, ডিস লাইনের একটু সমস্যা দেখা দেয়। এজন্য ডিস লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে। আবার সংযোগ দেওয়ার সময় ওই ডিস লাইনের সংযোগের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: শ্যালিকার বিয়েতে মৌমাছির কামড়ে প্রাণ গেল দুলাভাইয়ের
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫মে/এসএম)

মন্তব্য করুন