শ্যালিকার বিয়েতে মৌমাছির কামড়ে প্রাণ গেল দুলাভাইয়ের

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৩, ১১:৪৮
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় শ্যালিকার বিয়েতে এসে মৌমাছির কামড়ে মো. বাবুল বিশ্বাস (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর গ্রামের মো. তাকুব্বর বিশ্বাসের ছেলে। তিনি ১০ বছর বয়সি এক কন্য সন্তানের জনক।

জানা গেছে, গত দুই দিন আগে স্ত্রী-সন্তান সঙ্গে নিয়ে নগরকান্দার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে শ্বশুর মো. সালাম ব্যাপারীর বাড়িতে আসেন বাবুল বিস্বাস। শনিবার বিকালে শালির বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী পুরাপাড়া ইউনিয়নের মুজলিসপুর গ্রামে নতুন ভায়রা-ভাইয়ের বাড়িতে যান তিনি। সেখান থেকে রবিবার সকালে চা খেতে নগরকান্দা বাজারে আসেন। বাজার থেকে অটোভ্যানযোগে ভায়রা-ভাইয়ের বাড়িতে ফেরার পথে বনগ্রাম রবি মেম্বারের বাড়ির সামনে মৌমাছির আক্রমণের শিকার হন।

পরে স্থানীয়রা তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফারজানা ফিরোজ তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের আনার আগেই বাবুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৌমাছির কামড়ে আরও ৩ জন আহত হন। তাদের মধ্যে মুজলিসপুরের গ্রামের রাকিব মাতুব্বরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবুলের শ্বশুর সালাম ব্যাপারী বলেন, আমার বড় জামাইয়ের এমন মৃত্যুতে ছোট মেয়ের বিয়ের আনন্দ আজ শোকে পরিণত হয়েছে। এমন ঘটনা ঘটবে তা জীবনেও কল্পনা করিনি। বাবুলের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে যাবে।

আরও পড়ুন: মানিকগঞ্জে হেরোইন ও মদসহ চারজনকে গ্রেপ্তার

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, মৌমাছির কামড়ের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তবে মৌমাছির কামড়ে কেউ মারা গেলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

(ঢাকাটাইমস/১৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা