খুলনা সিটি নির্বাচন: সংরক্ষিতসহ ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৩, ২২:৪৮| আপডেট : ১৮ মে ২০২৩, ২২:৫৩
অ- অ+

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের বাছাইয়ে সাধারণ ও সংরক্ষিত আসনের ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১২ জনের এবং সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে চারজনের মনোয়নপত্র বাতিল করা হয়। সবমিলিয়ে বাছাইয়ে ১৮ জনের মনোয়নপত্র বাতিল হয়েছে। ফলে মেয়র ও কাউন্সিলর পদে মোট ১৭৭ জনের মনোয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত আসনের দুই কাউন্সিলর প্রার্থী হলেন , সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের নাসিমা আক্তার কাজল ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের মোসা : মাসুদা খানম। এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে ১ নম্বর ওয়ার্ডে মো. জাহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন মাতব্বর, ১১ নম্বর ওয়ার্ডে জামান মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ হুমায়ুন কবির, ১৬ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুর রহমান, শেখ রেজা ও মো. ময়েনউদ্দীন শেখ, ১৭ নম্বর ওয়ার্ডে মো. ইউসুফ আলী খান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন, ২২ নম্বর ওয়ার্ডে মো. অহিদুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল্লাহ বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে মো. শমশের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২৬ মে। আর আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার। ভোট কেন্দ্র ২৮৯ টি এবং ভোট কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা