প্রথম স্ত্রীর আত্মহত্যা, অপমৃত্যুর মামলা করলেন স্বামী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৩, ০৯:১৫| আপডেট : ১৯ মে ২০২৩, ০৯:২৪
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আছমা বেগম (৩৭) নামের এক নারী আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রথম স্ত্রীর আত্মহত্যার ঘটনায় স্বামী মো. কবির হোসেন (৪৫) থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

মামলা এজাহারে উল্লেখ করা হয়, আছমা বেগম কবির হোসেনের প্রথম স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন বলে দাবি করা হয়। বৃহস্পতিবার সকালে ৮টার দিকে মিজমিজি চৌধুরীপাড়া ইসলাম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে নিজের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন আছমা বেগম।

এতে আরও বলা হয়, এ ঘটনার পর আছমা বেগমকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখে পাশের বাসার ভাড়াটিয়ারা তার স্বামীকে মুঠোফোনে জানান।

আরও পড়ুন: মাদারীপুরে সেনদিয়া গণহত্যা দিবস আজ: হত্যা করা হয় দেড়শ নারী-পুরুষ

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ লাশটি নিয়ে আসে। পরবর্তীতে ওই নারীর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার স্বামী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৯মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা