গাজীপুর সিটি নির্বাচন: তথ্য আদান-প্রদানে হোয়াটসঅ্যাপ ব্যবস্থা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০২৩, ১২:০২ | প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১১:৪৭

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটকেন্দ্রের তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হবে বলে জানিয়েছেন সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। এর মাধ্যমে রিটার্নিং অফিস থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশনা ও নোটিশসহ সব তথ্য এবং কেন্দ্রের কর্মকর্তাদের বিভিন্ন তথ্য বিনিময় করা হবে।

এরই মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। প্রিজাইডিং অফিসারদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতেও বলা হয়েছে এবং রিটার্নিং কার্যালয়ের মোবাইল ফোন নম্বরে থাকা হোয়াটসঅ্যাপের সঙ্গে নিজেদের নম্বর যুক্ত করে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন>>বাঁশখালীতে পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে সংসদ সদস্য মোস্তাফিজ

বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। এর মধ্যে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। ইভিএমসহ নির্বাচন সংশ্লিষ্ট সব সামগ্রী পৌঁছেছে। ভোটের আগের দিন সেসব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৩মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :