সুনামগঞ্জে ভারতীয় চিনি ও শাড়িসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৩:৩৫| আপডেট : ২৩ মে ২০২৩, ১৫:০৬
অ- অ+

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ লাখ টাকার ভারতীয় চিনি ও শাড়িসহ আলাল হোসেন খান ও আফজাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রাম থেকে মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের আলাল হোসেন খান (৪৩) এবং আফজাল হোসেন খান।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ জানায়, গোপন খবরে আলাল হোসেন খানের চৌচালা টিনের ঘরের ভেতরে ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই পংকজ দাশ, মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হক, কনস্টেবল চন্দন দেব, আদিলুর রহমান, আরিফিন চৌধুরী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আলাল হোসেন খান ও আফজাল হোসেন খানের কাছে রক্ষিত ৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩৪০০ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিস ভারতীয় শাড়ি-কাপড়সহ তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি নন্দন কান্তি ধর জানান, জব্দ করা ৩ হাজার ৪শ কেজি চিনির বাজার মূল্য চার লাখ ৭৬ হাজার টাকা ও ৬৮ পিস ভারতীয় শাড়ি কাপড়ের বাজার মূল্য এক লাখ দুই হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা