ফুলগাছে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

রাজধানীর বাড্ডার গুপিপাড়া এলাকায় সাততলা ভবনের ছাদে ফুল গাছে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ তাসিন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাসিনের মামা সাঈদ জানিয়েছেন, তাসিন একটি অনলাইন কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। শনিবার সকালের দিকে ভবনের সাততলার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত তাসিন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বাবুল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তর বাড্ডা গুপিপাড়া এলাকার ১৩৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকাটাইমস/২৭মে/এএ/ইএস

মন্তব্য করুন