ময়মনসিংহে সড়কে ঝরল নারী ও ব্যবসায়ীর প্রাণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাকচাপায় এক মাছব্যবসায়ী ও গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের বীরগুছিনা নামক এলাকায় নিহত মোস্তাফা কামাল (৪০) উপজেলার স্বদেশি ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে অটোরিকশায় করে নিত্যদিনের ন্যায় পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন নিহত মোস্তফা কামাল। ঘটনাস্থলে দাঁড়িয়ে অটোচালককে ভাড়া দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে আঘাত করলে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর ঘটনা আঁচ করতে পেরে চালক ঘটনাস্থলের কিছুটা দূরে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করার পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে গফরগাঁওয়ে মোটর সাইকেলের ধাক্কায় মজিদা খাতুন( ৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক মাহবুব গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহহ মজিদা উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী। আর ঘটনাটি ঘটে গফরগাঁওয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানায়, মজিদা খাতুন তার তিন বছর বয়সী নাতি সামিরার ওষুধ কিনতে স্থানীয় পাকাটি বাজারে যাওযার পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কে একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মজিদা রাস্তার ওপর ছিঁটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মজিদাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটরসাইকেল চালক মাহবুবকে মুমূর্ষু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯মে/এআর)

মন্তব্য করুন