ময়মনসিংহে ধানের সোনালী শীষে স্বপ্ন বুনছেন কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান গাছে ফলনের আভাস দেখা দিয়েছে। মাঠের পর মাঠ সবুজ পাতায় ভরে গেছে, আর তারই ফাঁকে এখন ফুটে উঠছে ধানের সোনালী শীষ। এই দৃশ্য দেখে খুশি এলাকার কৃষকরা। তাদের চোখেমুখে এখন আশাবাদের ঝিলিক—বছরজুড়ে কঠোর পরিশ্রমের ফল এবার যেন মিলবে ঠিকই।
উপজেলার মল্লিকবাড়ী, ডাকাতিয়া, উথুরা, হবিরবাড়ি, কাচিনা, মেদুয়ারীসহ বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে চলছে জমির পরিচর্যা, আগাছা পরিষ্কার ও সেচ কার্যক্রম। অনেক জায়গায় ধান গাছে শীষ আসা শুরু করেছে, যা দেখে কৃষকরা বলছেন—এবার ফসল ভালোই হবে।
বর্তা গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, ‘চারা রোপণের পর থেকেই নিয়মিত পরিচর্যা করে আসছি। এখন গাছে শীষ আসতে শুরু করেছে। শীষের গঠন ভালো, গাছও শক্ত। এখন শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ফলন ভালো হবে।’
মল্লিকবাড়ী এলাকার তরুণ কৃষক রাকিব বলেন, ‘গতবার খুব একটা ভালো ফলন হয়নি। এবার আগে থেকেই জমি তৈরি করেছি, সঠিক সময়ে চারা রোপণ করেছি। সার-সেচের ঘাটতি নেই। তাই এখন ভালো ফলনের আশায় দিন কাটাচ্ছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের গাছের বৃদ্ধি ভালো হয়েছে। এখন অনেক গাছে শীষ আসতে শুরু করেছে। যদি শীষ ধরা ও দানা গঠনকালীন সময়েও আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।’
(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন