তিন অভিনেত্রীর সঙ্গে স্বামী রাজের ভিডিও ফাঁসের অভিযোগ, পরীমনি বললেন...

প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৩:২৫| আপডেট : ৩০ মে ২০২৩, ১৩:৫৯
অ- অ+

চিত্রনায়িকা পরীমনির বর্তমান স্বামী শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির মদ্যপান ও ধূমপানের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোমবার মধ্যরাতে। এ ঘটনায় সুনেরাহ অভিযোগের আঙ্গুল তুলেছেন রাজের স্ত্রী পরীমনির দিকে।

তবে অভিযোগ অস্বীকার করে পরীমনির দাবি, এ বিষয়ে এখনো তিনি অবগত নন। আলোচিত-সমালোচিত এই চিত্রনায়িকা বলেছেন, ‘আমি এখনো কিছু জানি না। আমার নাম উল্লেখ না করে কে কী বলেছে তা জানা নেই আমার। আমি স্বামী ও সন্তান নিয়ে বেশ ভালো আছি।’

এর আগে ফেসবুক পোস্টে যা লেখেন সুনেরাহ

রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরাহ বলেন, ‘আমাকে কেউ যদি ডিস্টার্ব করে তাহলে এবার আমি ব্যবস্থা নেব। এর আগে একবার এক নায়িকা প্রচলিত আইনের হুমকি দিয়েছে। এবার যদি কেউ আমাকে নিয়ে খোঁচায় তাহলে আমি ডিরেক্ট মামলা করব তার নামে।’

অভিনেত্রী বলেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, (শরিফুল রাজের ফেসবুকে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’

সুনেরাহর আর্জি, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি পোস্ট দেয়া হয় রাজের ফেসবুক প্রোফাইল থেকে। সেখানে অশ্লীল ও অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহকে।

প্রথম পোস্টে ১২টি ছবি ও ভিডিও। এর মধ্যে কয়েকটি ছবি রাজ ও সুনেরাহর ভিডিও কলে কথা বলার। ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির।

অন্য একটি ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখে গেছে তানজিন তিশাকে। রাজের ক্যামেরায় লিফটের ভেতরে মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে ছোটপর্দার এ অভিনেত্রীকে। অন্য একটি ভিডিওতে নাজিফা তুষিকে সিগারেট টানতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/৩০মে/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা