প্রধানমন্ত্রীকে হুমকির মামলায় আরও তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৩:৫৬
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জালাল উদ্দীন বলেন, জেলা পুলিশ সুপার এ মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ মামলা তদন্তে আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। এদিন আদালত শুনানি শেষ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মে এ পুঠিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী চাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তখন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে হাজির করা হলে আজ গোয়েন্দা পুলিশ ফের রিমান্ড চায়।

আরও পড়ুন: অবশেষে আত্রাই শুকটিগাছা রাবার ড্যামের কাজ শুরু

প্রসঙ্গত, গত ১৯ মে জেলার পুঠিয়ার শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এর দুদিন পরে এ ঘটনায় পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। পরে গত ২৫ মে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/৩০মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা