জামালপুরে নবজাতকের লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত জায়গায় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত জায়গায় কলাগাছের ডোঙ্গলের ওপর (খোল) শুয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জন্মগ্রহণের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। এখনো মৃত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে-বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে যায়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/০১জুন/এসএ)