রাজধানীতে তিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২৩, ২১:২৫

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকা থেকে পলাতক সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন- মো. আনোয়ার কাদের কাজল, সাদিকুর রহমান ওরফে লিটন মিয়া এবং মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী থানার গেইট ব্রিজ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে যৌতুক মামলায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার কাদের কাজল নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর কদমতলী এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদিকুর রহমান ওরফে লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী চকবাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে তিন মাসের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/০২জুন/এএ

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ঢাকায় কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

দীর্ঘদিন পালিয়ে থেকে অবশেষে ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার নুরুল আমিন

ব্যাংকের লাইনে থাকা যুবকের ২০ লাখ টাকা কেড়ে পালাল পুলিশ, অতঃপর...

সরকারের কত টাকা কর ফাঁকি দিল এনডিই চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ?

মাদক কারবারির কাছে ঘুষ দাবি: চারঘাটের সেই ওসিকে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ

তারা ভারত যেতেন রোগী সেজে, বিমানে ফিরতেন মাদক নিয়ে

যাত্রাবাড়ীতে তক্ষকসহ যুবক আটক

এডিসি হারুনকাণ্ড: দ্বিতীয় দফায় তিন দিনের সময় বাড়ল তদন্তে

তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনসহ তিনজনকে গুলি: নেতৃত্বে সন্ত্রাসী ইমন? মামলা হচ্ছে

প্রতারণা মামলায় গ্রেপ্তার নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী

এই বিভাগের সব খবর

শিরোনাম :