রাজধানীতে তিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ২১:২৫
অ- অ+

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকা থেকে পলাতক সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলেন- মো. আনোয়ার কাদের কাজল, সাদিকুর রহমান ওরফে লিটন মিয়া এবং মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী থানার গেইট ব্রিজ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে যৌতুক মামলায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার কাদের কাজল নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানীর কদমতলী এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাদিকুর রহমান ওরফে লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী চকবাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে তিন মাসের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/০২জুন/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা