নতুন রূপে পত্রিকা ‘মুহুরী’

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ২৩:২৬
অ- অ+

অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মুহুরী’। দীর্ঘ ৪৪ বছর ধরে ফেনীর স্থানীয় বাসিন্দাদের কাছে ‘মুহুরী’পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে পরিচিত ছিল।

শনিবার সন্ধায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় কেক কেটে অনলাইন নিউজ প্লাটফর্মটির উদ্বোধন ঘোষণা করেন পত্রিকার সম্পাদক ফজলুর রহমান।

ফজলুর রহমান বলেন, ‘সরকারের মূল লক্ষ্য, একুশ শতকে বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং সেই দিক নির্দেশনা অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি নিজস্ব ভঙ্গিতে। সেই সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা মুহুরী পত্রিকা ডিজিটাল করার পরিকল্পনা করেছি।’

অনুষ্ঠানে জানানো হয়, পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত শহীদ উদ্দিন ফেরদৌস। তিনি ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সম্পাদনা করেছিলেন। প্রকাশক ছিলেন আবুল কালাম পাটোয়ারি। সেই সময় থেকে সম্পাদনার দায়িত্বে রয়েছেন ফজলুর রহমান। শহীদ উদ্দিন ফেরদৌস এর মৃত্যুর পর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাহাব উদ্দিন মজুমদার এবং তার মৃত্যুর পর এখন পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান।

(ঢাকাটাইমস/০৩জুন/কেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা