নতুন রূপে পত্রিকা ‘মুহুরী’

অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মুহুরী’। দীর্ঘ ৪৪ বছর ধরে ফেনীর স্থানীয় বাসিন্দাদের কাছে ‘মুহুরী’পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে পরিচিত ছিল।
শনিবার সন্ধায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় কেক কেটে অনলাইন নিউজ প্লাটফর্মটির উদ্বোধন ঘোষণা করেন পত্রিকার সম্পাদক ফজলুর রহমান।
ফজলুর রহমান বলেন, ‘সরকারের মূল লক্ষ্য, একুশ শতকে বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং সেই দিক নির্দেশনা অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি নিজস্ব ভঙ্গিতে। সেই সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা মুহুরী পত্রিকা ডিজিটাল করার পরিকল্পনা করেছি।’
অনুষ্ঠানে জানানো হয়, পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত শহীদ উদ্দিন ফেরদৌস। তিনি ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সম্পাদনা করেছিলেন। প্রকাশক ছিলেন আবুল কালাম পাটোয়ারি। সেই সময় থেকে সম্পাদনার দায়িত্বে রয়েছেন ফজলুর রহমান। শহীদ উদ্দিন ফেরদৌস এর মৃত্যুর পর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাহাব উদ্দিন মজুমদার এবং তার মৃত্যুর পর এখন পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান।
(ঢাকাটাইমস/০৩জুন/কেআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: পিটার হাস

এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ফারুক

গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগে আদালতে মামলা

‘সিপাহী দিয়ে সাংবাদিকদের কোমরে রশি বেঁধে গণমাধ্যমের স্বাধীনতা আসবে না’

দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের প্রতিবাদ ঢাকা টাইমসসহ ৫০ সম্পাদকের

প্রধানমন্ত্রীকে চিঠি ১৯টি বিদেশি সংগঠনের: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহারের আহ্বান

রাজারবাগ পীর নিয়ে প্রতিবেদন করায় হুমকি, থানায় জিডি

সাংবাদিক আকতার হাবিবের পিতার ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক

মেট্রোরেল স্টেশনে সাংবাদিক মামুনকে লাঞ্ছনায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ
