কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা বাবা-ছেলে নিহত

কুমিল্লায় ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার বিকালে সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোতয়ালী থানার বাতাইছড়ি এলাকার সোহাগ (৩৫) ও তার ছেলে সোহেল(১২)। তারা উভয়ই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হয়। রেলওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩জুন/এআর)

মন্তব্য করুন