তাড়াশে খালে ভাসছিল যুবকের মরদেহ

সিরাজগঞ্জের তাড়াশে আঞ্চলিক সড়কের পাশে হেদার খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কে শড়াবাড়ি গ্রামের আবুলের ব্রিজ নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বয়ে চলা হেদার খালে ওই যুবকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে
(ঢাকাটাইমস/০৪জুন/এসএ)

মন্তব্য করুন