শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব নাপোলির

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো নাপোলি সমর্থকদের। রবিবার মৌসুমের শেষ ম্যাচের পর বহুল প্রতিক্ষীত সিরি আ শিরোপা নাপোলির হাতে তুলে দেয়া হয়েছে, যে আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে প্রয়াত দিয়েগো ম্যারাডোনার ক্লাবটি। শিষ্যদের হাতে শিরোপা তুলে ধরার সুখস্মৃতি নিয়ে বিদায় নিয়েছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি।
তলানির দল সাম্পদোরিয়াকে শেষ ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করেছে নাপোলি। শিরোপা উদযাপন করতে কাল স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারডোনা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ৩৩ বছরের অপেক্ষার প্রহর শেষে শিরোপা তুলে ধরার দৃশ্য কেউই মিস করতে চায়নি।
স্পট কিক থেকে ৬৪তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ভিক্টর ওশিমেন। এর মাধ্যমে সিরি আ ইতিহাসে কোনো আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ওশিমেন। ৮৫তম মিনিটে দূর পাল্লার অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ গিওভান্নি সিমিওনে। এর মাধ্যমে নাপোলির জয় নিশ্চিত হয়। ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর তুলনায় ১৬ পয়েন্ট এগিয়ে নাপোলি শিরোপার স্বাদ পায়।
আসন্ন গ্রীষ্ম মৌসুমে স্বাভাবিক ভাবেই ট্রান্সফার উইন্ডোতে ওশিমেনকে পেতে বেশ কিছু ক্লাব আগ্রহ দেখাবে। আকর্ষণীয় প্রস্তাবে নাপোলি ছাড়বেন কিনা এ ব্যপারে ওশিমেন বলেছেন, ‘আমি জানিনা, ক্লাবের সভাপতি এ ব্যপারে সিদ্ধান্ত নিবে। আমি নাপোলির মানুষদের ভালোবাসি, তারাও আমার প্রতি আকুণ্ঠ ভালবাসা দেখিয়েছে।’
নাপোলির সাথে এক বছরের চুক্তি বাকি থাকলেও মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষনা আগেই দিয়েছিলেন ৬৪ বছর বয়সী স্পালেত্তি। সবচেয়ে বেশী বয়সী কোচ হিসেবে সিরি-এ জয়ের কৃতিত্ব দেখানো স্পালেত্তি আপাতত তার পরিবারের কাছে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।
স্পালেত্তি বলেছেন, ‘আমি নিজের কাছে সৎ থাকতে চেয়েছি। ক্লাব ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। নাপোলির প্রতি আমার ভালবাসার জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। এমনকি যখন ঘরে থাকবো তখনো এই ক্লাবের প্রতি পূর্ণ সমর্থন থাকবে।’
(ঢাকাটাইমস/০৫জুন/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

গুয়াহাটি থেকে ধর্মশালায় গেল বাংলাদেশ দল, আহমেদাবাদে সাকিব

সাবেক ভারতীয় ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান

নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান: নাসের হোসাইন

এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান!

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

বাটলারের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় নেই বিরাট কোহলি

হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে: নাজমুল শান্ত
