ব্যাটারি গলিতে এবার কুত্তা মিজান-এতিম আকবরদের বিয়ে নিয়ে লড়াই

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১৫:৫৮
অ- অ+

ব্যতিক্রম কিছু যুবক বাস করে ব্যাটারি গলিতে। তাদের কেউ সারাক্ষণ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারও মনোযোগ বডি বিল্ডিংয়ে; আবার কারও মধ্যে ডিশ ও ইন্টারনেট লাইন নিয়ে ঝামেলা। এসবের মধ্যে হঠাৎ এক সুন্দরী নারীর আগমন। অতঃপর তাকে ঘিরে আরও বড় গ্যাঞ্জাম!

এরকম গল্পে দুটি একক নাটক ইতোপূর্বে প্রচার হয়েছে। এগুলো হলো ‘ফিমেল’ ও ‘ফিমেল ২’। কাজল আরেফিন অমি পরিচালিত নাটক দুটি বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। নাটকগুলোর ভিউ যথাক্রমে ২৩ মিলিয়ন ও ১৮ মিলিয়ন।

দর্শকের সেই আগ্রহের কথা মাথায় রেখে ফের ব্যাটারি গলির গল্পে ‘ফিমেল ৩’ নির্মাণ করলেন অমি। আসন্ন ঈদুল আজহায় বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

আগের পর্বগুলোর মতো এবারও থাকছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা প্রমুখ। নতুন ভূমিকায়ও পাওয়া যাবে কয়েকজনকে।

নাটকটির গল্প প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাটারি গলিতে আর আগের মতো গ্যাঞ্জাম নেই। এলাকায় ঘটে যাওয়া দুটি বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে, ফিমেল (নারী) নিয়ে তারা আর কোনো ঝামেলায় জড়াবে না।’

‘বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত নেয় এতিম আকবর ও কুত্তা মিজান। কিন্তু এখান থেকেই ফের ঝামেলা শুরু হয়। কে আগে বিয়ে করবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা, লড়াই। এরপর নানারকম মজার কাণ্ড। এভাবেই এগোবে এবারের গল্প।’

(ঢাকাটাইমস/৬জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা