‘চিরকুটে দুই ওসিকে দায়ী করে’ ঝাড়ুদারের আত্মহত্যা

পিরোজপুর সদর থানার ঝাড়ুদার আল মামুন (৪০) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে ইন্দুরকানী উপজেলার গাবছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আত্মহত্যার আগে দুই থানার ওসিকে দায়ী করে একটি চিরকুট লিখেছেন এ যুবক।
চিরকুটে তিনি লেখেন, ‘আমি নিরদোশ (নির্দোষ)। আমার মৃত্যুর জন্য দায়ী ইন্দুরকানী থানার ওসি এনামুল হক আর পিরোজপুর সদর থানার ওসি আবির মো. হোসেন। আমি ইন্দুরকানী থানার ওসির টাকা চুরি করি নাই। আমাকে ফাঁসানো হয়েছে। আমার মৃত্যুর পর পোস্টমর্টেম (ময়নাতদন্ত) না করে আমাকে মামার বাড়িতে দাফন করবেন’।
ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে মামুন। প্রায় ১০ বছর ইন্দুরকানী থানায় ঝাড়ুদারের চাকরি করার পর প্রায় দুই মাস আগে ইন্দুরকানী থেকে পিরোজপুর সদর থানায় বদলী হয়ে আসেন। তবে তিনি বাড়ি থেকে পিরোজপুরে এসে তার দায়িত্ব পালন করতেন।
ইন্দুরকানী উপজেলার গাবগাছিয়া গ্রামের একটি বাজারে বিষপানের পর রাতে ঢাকা নেওয়ার পথে মামুন মারা যান। এ গ্রামের আবুল কালাম শেখের ছেলে মামুন প্রায় ১০ বছর ইন্দুরকানী থানায় ঝাড়ুদারের চাকরি করার পর দুই মাস হলো পিরোজপুর সদর থানায় বদলি হয়ে আসেন। তবে তিনি বাড়ি থেকে পিরোজপুরে এসে তার দায়িত্ব পালন করতেন।
মামুনের স্ত্রী মরিয়ম বেগম জানান, তার স্বামী মামুন রবিবার বিকালে বাড়িতে ফেরার পর তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। তাকে অনেক বার জিজ্ঞাসা করার পর তিনি (স্বামী) জানান, মসজিদ থেকে একটি জায়নামাজ চুরির অভিযোগে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন তাকে গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
এ ঘটনায় মামুন কোনো অঘটন ঘটাতে পারে এই আশঙ্কায় পরিবারের সদস্যরা পুরো বিকাল এবং রাতেও তাকে পাহারা দিয়েছে। তবে মামুন সকালে বাজারে গিয়ে আগাছা নিধনের ওষুধ কিনে তা পান করে। এরপর স্থানীয়রা দ্রুত মামুনকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায়, দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হয় স্বজনরা। এরপর পথে সন্ধ্যা ৭টার দিকে মামুনের মৃত্যু হয়।
মামুনের স্ত্রী অভিযোগ করে আরও বলেন, ইন্দুরকানী থানায় থাকাকালীন ওই থানার ওসি এনামুল হক আমার স্বামীর ওপর বিভন্নভাবে নির্যাতন করত। এমনকি সে পিরোজপুর সদর থানায় যাওয়ার পরও ইন্দুরকানী থানার ওসি ওই থানার ওসির কাছে তার স্বামীর বিরুদ্ধে আজেবাজে কথা বলেছে যাতে সেখানেও আমার স্বামী নির্যাতিত হয়।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আমাদের থানায় কোনো ঝামেলা ছিল না। সে তিনমাস আগে বদলি হয়েছে। তার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা ছিল, সেটা নিয়ে তাদের শান্ত থাকতে বলেছি। কর্তৃপক্ষ অফিসিয়াল সিস্টেমে তাকে বদলি করেছিল। তার আত্মহত্যার বিষয়ে আমরা কিছু জানি না।
অন্যদিকে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, থানায় চুরি কিংবা মামুনকে গালমন্দ ও মারধরের কোনো ঘটনা ঘটেনি।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, মামুনের আত্মহত্যার বিষয়টি জেনেছি। মামুন এ বিষয়ে আগে কখনো তার কাছে কোন অভিযোগ করেনি। চিরকুটের বিষয়টি তদন্ত করে দেখা হবে।
(ঢাকাটাইমস/৬জুন/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আটক

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগ, ওসির বিচার চেয়ে রাস্তায় স্কুলছাত্রীর মা

কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে ইউএনওর ওপর ইউপি চেয়ারম্যানের হামলায় আহত ৪

কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশে ব্যাপক উন্নয়ন করছেন: এমপি রতন

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে
