৫০ বসন্তে নায়ক ফেরদৌস আহমেদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ০৯:৪৩
অ- অ+

ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদের জন্মদিন। ১৯৭৪ সালের ৭ জুন কুমিল্লার তিতাসে তার জন্ম। ৪৯ পেরিয়ে ৫০ বছরে পা দিলেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে কোনো বছরই তেমন কোনো আয়োজন করেন না এই অভিনেতা। দিনটি স্ত্রী-সন্তান, মা ও খুব কাছের কিছু প্রিয়মুখদের নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করেন। আজকের দিনটাও একইভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে ফেরদৌসের।

তবে বিশেষ এ দিনে একটি বার্তা দিলেন ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে এপার-ওপার দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ফেরদৌস। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে অভিনেতা বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। সবার দোয়ায় আগামী দিনগুলোতে ভালো কাজও করতে চাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই।’

জন্মদিনে বাবার কথা স্মরণ করে ফেরদৌস বলেন, ‘এই দিনটিতে আমার বাবার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় নিজের জন্মদিনে বাবার কাছে নানারকম বায়না থাকতো আমার। হয়তো বাবা বেঁচে থাকলে এখনো কোনো না কোনো বায়না থাকতো বাবার কাছে। তবে ছোটবেলার বায়না ছিল এক রকম, এখন থাকতো অন্যরকম বায়না। তাই এই দিনটি আসলে ভীষণ মিস করি বাবাকে।’

এদিকে, মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকেই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন নায়ক ফেরদৌস। এখনো পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন দুই বাংলার দর্শকই। আরও শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন নায়কের সহকর্মীরাও। ফেরদৌসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও।

এককভাবে ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তিতাস নদী পাড়ের এক দুরন্ত বালক- এখন ‘সুজন মাঝি’। শিক্ষার আলোতে আলোকিত বনেদি পরিবারের ঐতিহ্যের উত্তরাধিকার। ‘হঠাৎ বৃষ্টি’তে সৃষ্টি- বঙ্গ বিজয়ী এক হিরম্ময় মানবিক অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য- নায়ক ফেরদৌসের আজ শুভ জন্মদিনে অফুরান শুভ কামনা।’

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। প্রথমে কাজ করেন র‌্যাম্প মডেল হিসেবে। ১৯৯৬ সালে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে তার চলচ্চিত্রে যাত্রা শুরু। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসেবে নাচভিত্তিক একটি চলচ্চিত্র ‘নাচ ময়ূরী নাচ’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। সেটি করতে গিয়েই তিনি আকর্ষণীয় দৈহিক সৌষ্ঠবের অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন।

কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ আর শুরু করতে পারেননি। এরপর প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার খ্যামেরার সামনে দাড়ান ফেরদৌস। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। তিনি ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে।

একই বছর ফেরদৌস ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ভারতের চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাকে দেখা গেছে।

ফেরদৌস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিনয়ের বাইরে তাকে নানা পণ্যের বিজ্ঞাপনে দেখা যায়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় ফেলদৌসের জুড়ি নেই। এর মধ্যে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ এবং ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর আসরে তাকে একাধিক বার উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে। পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব সামলাচ্ছেন।

এখানেই শেষ নয়, প্রযোজনায়ও নাম লিখিয়েছেন এই নায়ক। ২০১২ সালে ‘হঠাৎ সেদিন’ এবং ২০১৪ সালে ‘এক কাপ চা’ সিনেমা দুটি তিনি প্রযোজনা করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী তানিয়া আহমেদ এবং দুই সন্তান ছেলে নুজহাত ফেলদৌস ও মেয়ে নুজরান ফেরদৌসকে নিয়ে নায়ক ফেরদৌস আহমেদের সংসার। তার স্ত্রী পেশায় বিমানের একজন পাইলট। ২০০৩ সালের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেন।

এছাড়া ফেরদৌস দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। দলটির বিভিন্ন নির্বাচনী প্রচার-প্রচারণায় সবসময়িই তাকে দেখা যায়। সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় দেখা যায়। শোনা যাচ্ছেন, প্রয়াত নায়ক ফারুকের আসন ঢাকা-১৭ এর উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ফেরদৌস।

(ঢাকাটাইমস/৭জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা