ডলার বাদ, নিজস্ব মুদ্রায় ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে লেনদেন করবে মিসর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২৩, ২১:৫৭ | প্রকাশিত : ১৩ জুন ২০২৩, ২১:০৪

বিদেশি বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রচলন ক্রমশ বাড়ছে। ইরান, চীন, রাশিয়া, পাকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দেশগুলো ইতোমধ্যে নিজস্ব মুদ্রায় লেনদেনের কথা ঘোষণা দিয়েছে। এবার ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের কথা জানিয়েছে মিসর।

আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ মিসর এখন ভারত, চীন এবং রাশিয়া থেকে আমদানির জন্য স্থানীয় মুদ্রা ব্যবহার করতে চায়। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাও এই গ্রুপের সদস্য। দেশটির সাপ্লাই মিনিস্টার আলী মোসেলহির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি বলেন, ভারত, রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে মিসর। ভারত, রাশিয়া এবং চীন হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন প্রভাবশালী সদস্য রাষ্ট্র। অন্য দুটি প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।

আলী মোসেলহি বলেন, ‘এ ধরণের কিছুই বাস্তবায়িত হয়নি তবে আলোচনা চলছে যাতে আমরা ভারত, রাশিয়া বা চীনের মতো দেশের স্থানীয় মুদ্রায় বাণিজ্য করতে পারি।’

ব্রিক্সভুক্ত পাঁচটি দেশে রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ এবং বিশ্ব অর্থনীতির তিন ভাগের এক ভাগ।

(ঢাকাটাইমস/১৩জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :