কানাডায় হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী

কানাডার টরন্টোতে অবস্থানরত একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।
কানাডার অন্টারিও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতারা বীর মুক্তিযোদ্ধা এই কবিকে দেখতে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম। তারা জানান, বর্তমানে কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
আসাদ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
ঢাকাটাইমস/১৯জুন/ইএস

মন্তব্য করুন