ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১৮:৩৭
অ- অ+

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমটির সহসভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মহি উদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ সুযোগ সুবিধা পায়।

সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক -কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

এ সমস্ত বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহি উদ্দিনসহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে বাজেট ঘোষণা হওয়ার পরেই কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

(ঢাকাটাইমস/২০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা