নেত্রকোণায় ৬০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ জুন ২০২৩, ১৪:৫২ | প্রকাশিত : ২৪ জুন ২০২৩, ১৩:৩৭

নেত্রকোণার পূর্বধলায় ৬০০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হেরোইনের অবৈধ মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্বধলার মহিষবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

আটক ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্বধলা থানার মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ইসমাইলের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

আরও পড়ুন: ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইসমাইল মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে। পরে তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২৪জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :