আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে অপোর ‘ঈদ আনন্দ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ২১:৩৬
অ- অ+

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শীর্ষস্থানীয় টেকনোলজি ব্র্যান্ড অপো আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্ট চালু করেছে। গ্রাহকরা স্মার্টফোন ক্রয়ের পাশাপাশি অন্যান্য এক্সক্লুসিভ সব পণ্যও উপভোগ করতে পারবেন। ২৩ থেকে ২৯ জুনের মধ্যে বাছাইকৃত অপো ডিভাইসগুলো কেনার মাধ্যমে গ্রাহকরা এই বিশেষ ডিসকাউন্ট ও মার্চেন্ডাইজ পেতে পারেন, যার মধ্যে রয়েছে সাকিব আল হাসানের সিগনেচার টি-শার্টস, সাকিব আল হাসান সিগনেচার ব্যাক কভার, রেনো-৮ টি ব্যাকপ্যাক এবং ঈদ প্রোমো ক্যাশব্যাক।

যারা অপো রেনো-৮ টি কিনবেন, স্মার্টফোনের ফাইবারগ্লাস-লেদার স্টিচিং ডিজাইনকৃত ৪০X মাইক্রোলেন্স ক্যামেরাসহ একটি ১০০এমপি পোর্ট্রেট এক্সপার্ট ক্যামেরা, ৮ রঙের অরবিট লাইট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন ছাড়াও উপহার হিসেবে তারা পাবেন একটি এক্সক্লুসিভ রেনো-৮ ব্যাকপ্যাক।

প্রতিটি অপো এ৭৭ এর সাথে ক্রেতারা পাবেন ফাইবারগ্লাস লেদার ফ্ল্যাট-এজ ডিজাইন, এর চার্জিং ক্যাপাসিটি ৩৩ডব্লিউ এসইউপিইআরভিওওসি চার্জিং ক্যাপাসিটি, ৫০- মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, ৪ জিবি+৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম+১২৮ জিবি রম, আলট্রা লিনিয়ার স্টেরিও স্পিকারস– এবং এ ফোনের সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকবে একটি সাকিব আল হাসান সিগনেচার টি-শার্ট।

আলট্রা-থিন ফ্ল্যাট-এজ রেট্রো ডিজাইন, ডুয়াল অরবিট লাইট, ৬ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি চিপসেট, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ২.০ এবং এএমওএলইডি এফএইচডি+ ডিসপ্লেসহ প্রতিটি অপো এফ২১ প্রো ৫জি স্মার্টফোন এর সঙ্গে একটি সাকিব আল হাসান সিগনেচার ব্যাক কভার উপহার দেয়া হবে।

এছাড়াও ঈদের মৌসুমে অপোর আরো অনেক অফার ও ডিসকাউন্টের দিকে নজর দেবার দরকার রয়েছে গ্রাহকদের। নির্দিষ্ট অপো স্মার্টফোনের সাথে মার্চেন্ডাইজ উপহার ছাড়াও আছে ঈদ প্রোমো ক্যাশব্যাক পাবার সুযোগ। অপো এ১৭ ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা পেতে পাড়েন ১,০০০ টাকা পর্যন্ত ঈদ প্রোমো ক্যাশব্যাক। এই অফারটির সময়সীমা ২০২৩ সালের ২০ থেকে ২৯ জুন পর্যন্ত।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং ঈদ-উল-আজহার অফার ও ডিসকাউন্ট সম্পর্কে বলেন, ‘উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অপো আশাবাদ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়। বর্তমানে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এক সম্ভাবনাময় ভবিষ্যতে বিশ্বাস রাখি। ঈদ-উল-আজহা চলাকালীন আকর্ষণীয় সব অফার এবং ডিসকাউন্টের মধ্য দিয়ে আমরা গ্রাহকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে চাই। বিশ্বব্যাপী স্মার্ট ডিভাইসের জগতে নেতৃস্থানীয় অবস্থানে থেকে অপোর অনুপ্রেরণামূলক মাধ্যমে ঈদ আনন্দ বৃদ্ধি পায়। আমাদের বিশেষ ডিলগুলো গ্রাহকদের প্রিয় অপো ডিভাইস কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে।”

ঢাকাটাইমস/২৫জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা