স্কুলছাত্রের মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৩, ১৭:১৫
অ- অ+

পটুয়াখালীতে ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলশিক্ষার্থী জয়ন্ত সাহার (১৪) আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার আকস্মিক মৃত‌্যুর স‌ঠিক কারণ উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জুন) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লা‌ব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পা‌লিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইকতিয়ার ফেরদৌস বকুল অ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, অমিয় পাল তুর্য্য,মো. শাফি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রশাসনের নিকট জয়ন্ত সাহার এই আকস্মিক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করছি। আমরা কাউকে নির্দিষ্টভাবে দোষারোপ করছি না। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারন উদঘাটন হোক।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন (শুক্রবার) দুপুর আনুমানিক দুইটার দিকে পুরাতন জেল খানার পেছনে নির্মাণাধীন লেকের পানি থেকে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জয়ন্ত সাহাকে (১৪) উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও নিহত জয়ন্ত সাহার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পৌর শহরের একেএম কলেজ রোডস্থ এলাকার যাদব সাহা’র ছেলে জয়ন্ত।

(ঢাকাটাইমস/২৮জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা