সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২৩, ১৩:২৩ | প্রকাশিত : ৩০ জুন ২০২৩, ১১:২৪

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামে একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর পাঁচ ইউনিট সেখানে যায়। পরে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগার খবর পেয়ে এক এক করে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। পরে আরও ৮টিসহ মোট ১৩টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আর আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ময়ূর-৭ নামক লঞ্চটি ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে। এটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। সর্বশেষ অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০জুন/এসএস/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :