কু‌ড়িগ্রা‌মে পিকআপভ‌্যা‌ন-অ‌টো‌রিকশার সং‌ঘর্ষে নিহত ২, আহত ৫

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৩, ১৫:৫৩
অ- অ+

কুড়িগ্রামে রাজারহাট উপজেলায় পিকআপভ্যান- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজ‌ন নিহত হয়েছেন। এসময় আরও পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার সকা‌লে উপজেলার মিলের পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- অ‌টো‌রিকশা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সে‌লিনা বেগম (৩৫)। সিরাজুল উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং সে‌লিনা রাজারহাট না‌জিমখান এলাকার ইউসুফ আলীর মে‌য়ে।

আহতরা হলেন- আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার (৮), গোলজার হোসেন (৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গে‌ছে, উলিপুরগামী একটি পিকআপভ্যান ও রাজারহাটগামী একটি অ‌টো‌রিকশা মি‌লের পাড় এলাকায় পৌঁছ‌লে তা‌দের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ‌টো‌রিকশা‌টি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং আশঙ্কাজনক অবস্থায় সে‌লিনা বেগম‌কে রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া‌র প‌থে মারা যান তারা।

রাজারহাট ফায়ার সার্ভিসের দল‌ নেতা আক্তারুজ্জামান সওদাগর ব‌লেন, খবর পে‌য়ে আমা‌দের টিম ঘটনাস্থল‌ থেকে হতাহত‌দের উদ্ধার করে‌ছে। তাদের ম‌ধ্যে দুজন‌কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌লে তা‌দের ম‌ধ্যে সেলিনা মারা যান।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহিল জামান ব‌লেন, পিকআপভ‌্যান ও অ‌টো‌রিকশা‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা