সিনেমা দেখতে উপচেপড়া ভিড়, দর্শক প্রতিক্রিয়া জানতে হলে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৫:০০ | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৪:৪৯

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ৫ সিনেমা। ঈদ পরবর্তী সময়টাকে আরও একটু রাঙিয়ে তুলতে বন্ধু বা পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন সিনেমাপ্রেমীরা।

গতকাল শুক্রবার ঈদের ১১তম দিনেও রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। এদিন সরেজমিনে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাসে ঈদের মুক্তি পাওয়া সব সিনেমাগুলোর শো হাউজফুল দেখা যায়। সিনেমাহল সংশ্লিষ্টরা বলছেন, দর্শকদের এই আগ্রহ অব্যাহত থাকলে ফের ঘুরে দাঁড়াবে সিনেমা ইন্ডাস্ট্রি।

অন্যদিকে, ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দর্শকদের এমন আগ্রহ অনুপ্রেরণা দিচ্ছে শিল্পীদেরও। দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ঘুরছেন অভিনেতা-অভিনেত্রীরা। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ ভালো মানের, যা চলচ্চিত্রের সুদিনের আভাসই দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

এই ঈদে দেশের প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস করে প্রযোজিত এবং অভিনীত সিনেমা 'লাল শাড়ি'। দর্শকদের সাথে সিনেমাটি দেখতে শুক্রবার সন্ধ্যার শোতে হঠাৎ করে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে হাজির হন অপু। এ সময় তার সঙ্গে সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস ও সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। এসময় দর্শকসারিতে বসে পুরো সিনেমাটি উপভোগ করেন তারা।

শো শেষে সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, 'ঈদের দিন লাল শাড়ি ভালো চলছে। দর্শক ভালো বলছে। lখুব ভালো লাগলো হলভরা দর্শকদেখে। তারা অন্যদের সিনেমা পাশাপাশি আমাদের সিনেমাটা দেখছে। ভালো রিভিউ দিচ্ছে।'

সিনেমার আরেক অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, 'সুন্দর একটা গল্পের সিনেমা ‘লাল শাড়ি’। এটি দেখতে আসা এতো দর্শক দেখে প্রচুর এনার্জি শরীরে এসে ভর করে। আরও ভালো কাজ করতে আগ্রহ কাজ করে।'

তিনি আরও বলেন, 'প্রেক্ষগৃহে দর্শকের হাততালি শব্দ শুনে মনটা ভরে গিয়েছে। কাজের এমন স্বীকৃতি পেয়ে নিঃসন্দেহে আমার খুব ভালো লাগছে। নতুনভাবে বাঁচতে ইচ্ছে করছে।'

সিনেমার গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুব্রত চক্রবর্তী। এদিন বাবার সঙ্গে সিনেমাটি দেখতে এসেছিলেন অভিনেতাকন্যা চিত্রনায়িকা দিঘী। দিঘী বলেন, 'আমার খুব ভালো লেগেছে সিনেমাটা দেখে। আমি দর্শকদের আহ্বান জানাবো সিনেমা দেখতে।'

রাজধানীর ভাটারা এলাকা থেকে পরিবারের সঙ্গে 'লালশাড়ি' দেখতে আসেন আঁখি সুলতানা নামের এক দর্শক। শো শেষে ঢাকাটাইমসকে প্রতিবেদককে তিনি বলেন, 'আগেই সিনেমাটি দেখার ইচ্ছা ছিল, কিন্তু ঢাকার বাইরে থাকার কারণে সেটা হয়ে ওঠে নি। অবশেষে দেখলাম ভাল লাগলো খুব।'

ঈদে আরও চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমা কেন দেখার ইচ্ছা হলো? তিনি বলেন, 'সিনেমার নাম শুনার পর থেকেই এটি দেখার ইচ্ছে জাগে। মনে হয়েছে এটি আমাদেরই গল্প। সিনেমা দেখার পর ভাল তাই মনে হলো। এই ধরনের সিনেমা আরও বেশি হওয়া দরকার।'

'লাল শাড়ি' সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, 'আমরা যে পরিকল্পনায় সিনেমাটি নির্মাণ করেছি সে জায়গায় আমরা সাকসেসফুল। আমাদের যে প্রত্যাশা ছিল সেটা আমরা পেয়েছি।’

বাংলা সিনেমার দর্শক ফিরেছে একজন নির্মাতা হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? দর্শকদের হলমুখী করা নির্মাতাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। দলে দলে দর্শক বাংলা সিনেমা দেখতে আসুক এই দিনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমরা দর্শক হলমুখী করতে পারছি বিষয়টি অনেক ভালো লাগছে।’

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :