মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৫:২৮

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ভেতর একটি কাঠের স্তূপে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

শনিবার দুপুর ১২টার দিকে প্রকল্পের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, প্রকল্পের ভেতর ব্যবহার অযোগ্য কিছু কাঠের স্তূপে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে আগুন নেভাতে প্রকল্পের নিরাপত্তা দলের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

আরও পড়ুন: নড়াইলে খেজুর রসের ঐতিহ্য ফেরাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের ভেতর আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :