তামিমকে ফিরিয়ে আনায় শিশুদের উচ্ছ্বাস, ধন্যবাদ জানাল প্রধানমন্ত্রীকে

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১২:২২ | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১২:১৩

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পাশে দাঁড়ানো শিশুরা, সবার মধ্যে উচ্ছ্বাস। প্রিয় খেলোয়াড়কে পাশে পেয়ে সবার মধ্যে আনন্দ খেলা করছিল। তামিমকে খেলায় ফিরিয়ে আনার জন্য এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায় শত শত শিশু। শিশুরা এ সময় তামিম ইকবালকে কাছে পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

ঢাকার মহাখালীতে রবিবার একটি সিনেপ্লেক্সে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের একমাত্র সন্তান আরিয়ান রুবেন তানভীরের জন্মদিনের অনুষ্ঠানে শিশুরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

এ সময় প্রিয় খেলোয়াড় তামিম ইকবালকে কাছে পেয়ে ছবি তোলে শিশুরা।

অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘আপনারা জানেন যে গত দুই-একদিন আমার জন্য কঠিন ছিল। এ সময়ে আমি সাধারণত বাসায় থাকতে পছন্দ করি। পরিবারের সদস্যের জন্মদিনে আমার থাকাই লাগত। তানভীর ভাই আমার পরিবারের সদস্যের মতো, বড় ভাইয়ের মতো। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই এবং তিনি যখন বললেন আমার খেলতে হবে, আমার আর কোনো অপশন ছিল না। কারণ ওনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ না। আর উনি যখন আমাকে একটি কাজ করতে বলছেন, তখন আমার জন্য না করা এক ধরনের অসম্ভব ব্যাপার।’

তামিম ইকবালের কথার পর সিনেপ্লেক্স ভর্তি দর্শনার্থী সবাই একসাথে উল্লাস প্রকাশ করেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।

তামিম ইকবাল শুক্রবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গণভবনে যান। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর অবসরের ঘোষণা তুলে নেন তামিম।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

দক্ষিণখানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘পেনশন অ্যান্ড রিটায়ার্ড সার্ভিস’ চালু হবে: ডিএমপি কমিশনার

ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত

ফায়ার সার্ভিসের অভিযান শেষ, মহাখালী লেকে নেই শিশু রিয়া

রাজধানীতে তাপপ্রবাহ: পানি পানি বলেই মাথা ঘুরে পড়ে গেলেন নারী

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, চরম দুর্ভোগে মানুষ

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

তাপপ্রবাহ: সড়কে সড়কে মানবিকতার ছোঁয়া

গুলশানে হাত-পা বেঁধে নয়তলা থেকে ফেলে যুবককে হত্যা, চোখে অন্ধকার দেখছেন অন্তঃস্বত্ত্বা স্ত্রী

ডেমরায় কুকুরের কামড়ে গুরুতর আহত শিশু মাহিনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :