ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের হার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৭:২৪

মিরপুরে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ভারতের অল্প রানে অলআউট করার পর ব্যাটিংয়ে দেখে-শুনেই খেলছিলো বাংলাদেশের মেয়েরা। জয়ের দ্বারপ্রান্তেও পৌঁছে যায় টাইগ্রেস। কিন্তু তীরে এসেই যেন তরী ডুবল স্বাগতিকদের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল ৮ রানে। ম্যাচের শুরুতে নেমে ৯৫ রান তুলে ভারত। জবাবে ৮৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম তিন ওভারেই সাজঘরে ফেরেন দুই টাইগার ওপেনার। দুজনের ব্যাট থেকেই আসে ৫ রান করে। আর দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৪ রান করতে পেরেছেন মুর্শিদা খাতুন।

এরপর ব্যাট হাতে একাই ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন দলনেতা নিগার সুলতানা জ্যোতি। কিন্তু যোগ সঙ্গী হিসেবে কাউকেই পাননি এই ডানহাতি ব্যাটার। শুধু তাই নয়- বাংলাদেশের পুরো ইনিংসে জ্যোতি ছাড়া দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি কোনো ব্যাটার।

১৯তম ওভারে আউট হওয়ার আগে ৫৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন দলনেতা জ্যোতি। এটিই বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৭ রানের ইনিংসটি স্বর্ণা আক্তারের। এছাড়া নাহিদা ৬ ও রিতুমনি ৪ রান করে। আর রানের খাতায় খুলতে পারেননি চারজন ব্যাটার।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা হার্মানপ্রিত কৌর। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে ৩৩ রান। ১৩ বলে ১৩ রান করেন শ্রীমতি মান্ধানা। আরেক ওপেনার শেফালি বার্মা আউট হন ১৪ বলে ১৯ রানে। শূন্যরানে সাজঘরে ফেরেন দলনেতা হার্মানপ্রিত কৌর।

বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। সাময়িক বিরতিতে পড়তে থাকে একের পর এক উইকেট। শেষ পর্যন্ত ৯৫ রানে থামে সফরকারীদের ইনিংস। ইয়াসতিকা ভাটিয়া ১১, হার্লেন দেউল ৬, দীপ্তি শর্মা ১০ ও আমনজিৎ কৌর ১৪ রান করেন। এছাড়া পূজা ভাস্ত্রেকার ৭ ও মিন্নু মুনি ৫ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :