ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১৬:১৭

ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।

নাজমা আক্তার বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে রয়েছে শ্রমিকদের সক্রিয় ভূমিকা। পোশাক শিল্প বাংলাদেশে সর্ববৃহৎ রপ্তানিমুখী শিল্প। কিন্তু, বাংলাদেশের পোশাক শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছেন। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এছাড়া, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর সঠিক বাস্তবায়ন না থাকায় শ্রমিকদের অধিকার প্রায় ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক শ্রমিকরা। এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধাণের দাবি জানাচ্ছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :