দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী গ্রেপ্তার
সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের একটি দুর্নীতির অভিযোগ তদন্তে দেশটির পরিবহনমন্ত্রী এস ইশ্বরনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগ তদন্তে নাম আসায় দেশটির একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুন ওং বেং সেংকেও গ্রেপ্তার করেছে সিঙ্গাপুরের দুর্নীতি দমন সংস্থা।
সিঙ্গাপুরের করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি) এক বিবৃতিতে জানিয়েছে, পরিবহনমন্ত্রী এস ইশ্বরন ও বেং সেংকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয়। তবে বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন।
বার্তা সংস্থা এএফপি বলেছে, সিঙ্গাপুরের ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বিরল। তবে সিপিআইবি তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি।
বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।
(ঢাকাটাইমস/১৫জুলাই/ডিএম)