টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ১১:০০

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাত দশটার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম লিটন মিয়া (৪৩)। তিনি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক।

ঘটনার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার রাত দশটার দিকে গাড়ি চালিয়ে টঙ্গীর বনমালা এলাকায় পৌঁছান লিটন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার আগেই রেলক্রসিংয়ে থাকা নিরাপত্তা গেট নামিয়ে দেন নিরাপত্তা কর্মী। পরে নিজ গাড়ি থেকে নেমে রেললাইনে হাটতে থাকেন লিটন। এ সময় পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: গাইবান্ধায় চার ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :