ঢাকার তারুণ্যের সমাবেশ উপলক্ষে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা
গোপালগঞ্জ জেলা যুবদল আগামী ২২ জুলাই ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে। বুধবার গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় এই সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন। সঞ্চালক ছিলেন গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন। বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল কবির বিপ্লব, যুগ্ন সম্পাদক আজিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাপ্পি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যারা ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতে সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের উপর হামলা মামলা নেমে আসে। গত দেড় দশকে ধরে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এখন আর সেদিন নাই। ইতিমধ্যেই বিএনপি এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। চলমান শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণ এই ভোট হরণকারী সরকারের পতন ঘটাবে। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাপ্পি বলেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের। আগামীর বাংলাদেশ হবে মাফিয়া মুক্ত ভোট চোর মুক্ত।
(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি/কেএম)