বেয়ারস্টোর আক্ষেপ, ২৭৫ রানের লিড ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ২০:৪৫

মানচেস্টার টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের রীতিমতো শাসন করে গেলেন ইংলিশ ব্যাটাররা। এরপরও ১ রানের আক্ষেপ থেকেই গেল জনি বেয়ারস্টোর। সবকটি উইকেট হারিয়ে ৫৯২ রান তুললো স্বাগতিকরা। ফলে ২৭৫ রানে লিড নিল ইংল্যান্ড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রান তুলে অজিরা।

৪ উইকেটে ৩৮৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলো ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও হ্যারি ব্রুক।

পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। এ সময় দুজন মিলে গড়েন ৮৬ রানের জুটি। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৭৫ বলে ৫১ রান করেন দলনেতা বেন স্টোকস। আর হ্যারি ব্রকের ব্যাট থেকে আসে ১০০ বলে ৬১ রান।

এদিকে কেউ ঠিকমতো সঙ্গ না দিলেও একাই আপনতালে খেলে যান উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো। ফিফটি পূরণের পর ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ১ রানের আক্ষেপ থেকেই যায় তার। অপরাজিত থাকেন ৯৯ রানে। এদিকে ক্রিস ওকস শূন্য, মার্ক উড ৬, স্টুয়ার্ট ব্রড ৭ ও জেমস অ্যান্ডারসন ৫ রান করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :