ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, শিশুসহ নিহত ১৭

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এতে শিশুসহ অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ডজন মানুষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে সদরের ছত্রকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জেলার সিভিল সার্জন জহুরুল ইসলাম।
জানা গেছে, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথে ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের মোড় ঘুরতেই একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি উল্টে ইউপি ভবনের পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে এসময় স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। একে একে বের হয়ে আসে ১৭ জনের মরদেহ।
আর ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ডাঙায় তোলা হয় বাসটি।
নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
(ঢাকাটাইমস/২২জুলাই/এসএম/ ইএস)

মন্তব্য করুন