কোহলির রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭:১১ | প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ১৬:৪৮

প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের ৫শতম ম্যাচে সেঞ্চুরি রেকর্ড গড়লেন ভারতের বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন কোহলির সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে ভারত। জবাবে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট ইতিহাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধকার শততম ম্যাচের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৪ উইকেটে ২৮৮ রান করেছিলো ভারত। কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত ছিলেন।

পোর্ট অব স্পেনে দ্বিতীয় দিনের শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কোহলি। ক্যারিয়ারের ৫শতম টেস্টে কোহলির শতরান হবে কি, হবে না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ৫শতম ম্যাচে আগের নয় ক্রিকেটারের কেউই সেঞ্চুরি পাননি।

দিনের সপ্তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েলের দ্বিতীয় বলে স্কয়ার ড্রাইভে চার মেরে ১৮০ ডেলিভারিতে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন কিং কোহলি। এতে টেস্টে কিংবদন্তি অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যানের ২৯ সেঞ্চুরি স্পর্শ করেন কোহলি।

সেই সঙ্গে দেশের বাইরে পাঁচ বছরের সেঞ্চুরি খড়াও কাটালেন কোহলি। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে তিন ফরম্যাটে ৭৬তম সেঞ্চুরি তার। ১০০ সেঞ্চুরি নিয়ে কোহলির সামনে শুধুই আছেন স্বদেশি শচীন টেন্ডুলকার।

কোহলির রেকর্ড সেঞ্চুরির ইনিংসটি শেষ পর্যন্ত থামে ১২১ রানে। রান আউট হবার আগে ২০৬ বল খেলে ১১টি চার মারেন ভারতের সাবেক অধিনায়ক। তারপরও জাদেজার ৬১, রবীচন্দ্রন অশ্বিনের ৫৬ ও উইকেটরক্ষক ইশান কিশানের ২৫ রানের অবদানে সব উইকেট হারিয়ে ৪৩৮ রান পায় ভারত।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও ত্যাজনারায়ন চন্দরপল। ৭১ রানের জুটি গড়েন তারা। ৯৫ বলে ৩৩ রান করে আউট হন চন্দরপল। দ্বিতীয় উইকেটে ক্রিক ম্যাকেঞ্জিকে নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ম্যাকেঞ্জি ১৪ ও ব্র্যাথওয়েট ৩৭ রানে অপরাজিত আছেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :